পাবনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ৫ বন্ধু নিহত

: রাজশাহী ব্যুরো
প্রকাশ: ৬ মাস আগে

পাবনার ঈশ্বরদীতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুলাই) রাত ৯টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই বন্ধু ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার কালিকাপুর গ্রামের রেজাউল করিমের ছেলে জিহাদ হোসেন (২৫), আনোয়ার হোসেনের ছেলে বিজয় হোসেন (২৫), ইলিয়াস হোসেনের ছেলে সিয়াম হোসেন (২৩), ভারইমারি গ্রামের মাসুম হোসেনের ছেলে শিশির ইসলাম (২২) এবং ওয়াজ উদ্দিনের ছেলে শাওন হোসেন (২৪)।

পাঁচ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর। তিনি বলেন, ‌‌রাতে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল দ্রুতগতির একটি প্রাইভেটকার। দাশুড়িয়া সুগার মিলের সামনে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু ও চার জন আহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুজন চিকিৎসাধীন আছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাইভেটকারটিতে চালকসহ সাত জন আরোহী ছিলেন। তারা সবাই বন্ধু। এর মধ্যে পাঁচ জন মারা গেছেন। অপর দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

  • দুর্ঘটনা
  • মৃত্যু
  • #