দিনাজপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৬

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

দিনাজপুর সদর উপজেলায় যাত্রীবাহী নাবিল পরিবহন ও আম বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ঘটনাস্থলেই ২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ ৪ জন যাত্রী মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছে বাস ও ট্রাকের ২৮ যাত্রী।

আজ শুক্রবার ( ৫জুলাই) সকালে দিনাজপুর পুলিশ কন্ট্রোল সূত্রে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। তবে অপর নিহত ৫ জনের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ সূত্র জানায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী বাজার চকরামপুর এলাকার আরিয়ান পেট্রোল পাম্পের ১শ’ গজ পশ্চিমে দিনাজপুর হতে ফুলবাড়গামী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

  • দিনাজপুর
  • দুর্ঘটনা
  • #