প্রবাসী এক ব্যক্তির দুই বছরের একটি শিশুর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ১৭টি চুম্বক বের করা হয়। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ্ একটি হাসপাতালের চিকিৎসক দল জানিয়েছে, সম্প্রতি দুই বছরের ছেলেটি ভুলবশত এগুলো গিলে ফেলেছিল।
এন্ডোস্কোপির মাধ্যমে ১৩টি চুম্বক বের করা হয়। বাকি চারটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। শিশুটি বমি বমি ভাব করতে থাকে। তিন দিন সে কোনো কিছুই খেতে চায়নি। পরে তাকে শারজাহর বুর্জিল স্পেশালিটি হাসপাতালে আনা হয়।
অভিভাবকরা শিশুর চুম্বক গিলে খাওয়া সম্পর্কে জ্ঞাত ছিলেন না। তবে তারা গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনা ঘটার কমপক্ষে ৭২ ঘণ্টা কেটে গেছে, তারপর মেডিকেল রিপোর্ট অনুযায়ী, শিশুটি ৪৮ ঘণ্টা মলত্যাগ করেনি।