কোটাবিরোধী আন্দোলন : ঢাবি ও জাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চারদফা দাবি আদায়ে আজ সোমবার টানা দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিকে  কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

সোমবার বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে কোটাবিরোধী আন্দোলনকারীদের মিছিল শুরু হয়। রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা৷ র আগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন৷ মিছিলটি ইডেন মহিলা কলেজের সামনে পৌঁছালে তাতে ইডেনের শিক্ষার্থীরাও যোগ দেন৷ পরে একসঙ্গে তারা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন৷

বেলা তিনটা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা গ্রন্থাগারের সামনে বিক্ষিপ্তভাবে জড়ো হতে থাকেন। সোয়া তিনটার দিকে টিএসসি থেকে মিছিল নিয়ে গ্রন্থাগারের সামনে আসেন বামপন্থী সাতটি ছাত্রসংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। কোটাবিরোধী আন্দোলনে একসঙ্গে সংগঠিতভাবে আজই তাঁদের প্রথম অংশগ্রহণ। এর আগে বিক্ষিপ্তভাবে তাঁদের কেউ কেউ আন্দোলনে অংশ নিচ্ছিলেন। তাঁদের পর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মিছিল নিয়ে গ্রন্থাগারের সামনে আসতে থাকেন।

আজ টানা দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাঁরা সড়ক অবরোধ করেন।

কোটাবিরোধী আন্দোলন : শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এদিকে কোটা পদ্ধতি সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দফা দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (৮ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার যুগ্ম-আহ্বায়ক তৌহিদ সিয়াম বলেন, সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কার সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে একটি কুচক্রী মহল বারবার বলার চেষ্টা করছে বা অপপ্রচার চালাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলমগীর কবির বলেন, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের বিষয়টি জেনেছি। তবে যেহেতু দেশব্যাপী আন্দোলন চলছে। সেহেতু আমি নৈতিকভাবে শিক্ষার্থীদের বাঁধা দিতে পারিনা। আমরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য বলেছি।

  • আন্দোলন
  • কোটা
  • #