কোপায় কাঁপাবেন শাকিরা

: বিনোদন ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

কোপায় কাঁপাবেন শাকিরা। কোপা আমেরিকার ফুটবলের ফাইনাল খেলা আর পপ তারকাদের মঞ্চ কাঁপানো থাকবে না এটা তো হতেই পারে না। বিশ্বের আবেদনময়ী পপ তারকা শাকিরা কোপা আমেরিকার ফাইনালে মঞ্চ কাঁপাবেন। কোপায় কাঁপাবেন শাকিরা। বিশ্বকাপ-২০১০ ফুটবলের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে তুমুল জনপ্রিয়তা পান তিনি। এবার কোপা আমেরিকার শেষ ঝলকে দেখা মিলবে তার।

কলম্বিয়ান গায়িকা আগামী ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের মঞ্চ মাতাবেন। বিষয়টি নিশ্চিত করেছে লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

কোপায় কাঁপাবেন শাকিরা

মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাইনাল ম্যাচ। সেখানে প্রথমবারের মতো কলম্বিয়ান গায়িকা শাকিরা পারফর্ম করবেন। স্থানীয় সময় রাত ৮টায় নির্ধারিত ম্যাচের হাফ টাইমে তিনি গাইবেন। যেখানে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন।

কোপা আমেরিকার সেমি ফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনালে জেতে বাধা নেই আর্জেন্টিনার। আর্জেন্টিনার বিপক্ষে কে ম্যাচ মাতাবেন তাই দেখার পালা।

  • কোপা আমেরিকা
  • ফুটবল
  • শাকিরা
  • #