পাশ্চাত্যের সামরিক জোট ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাত নিয়ে উভয়কে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বৃহস্পতিবার (১১ জুলাই)তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ন্যাটোর ৭৫তম বার্ষিকীর শীর্ষ সম্মেলনের পর এরদোয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, আমি এখানে অকপটে আমার মতামত তুলে ধরেছি যে, ন্যাটোকে কখনই ইউক্রেনের যুদ্ধে কারো পক্ষ হতে দেয়া উচিত নয়।
তিনি আরও বলেন, ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা নিঃসন্দেহে উদ্বেগজনক। এই রকম পরিস্থিতির দিকে পরিচালিত করতে পারে-এমন যেকোনো পদক্ষেপ সচেতনভাবে এড়ানো উচিত। আমি জোর দিয়ে বলেছিলাম কূটনীতিকে বাদ দেয়া উচিত নয় এবং আলোচনার মানে আত্মসমর্পণ নয়।
২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে ন্যাটো সদস্য তুরস্ক কৃষ্ণসাগরে তার দুই প্রতিবেশী রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে।
তুরস্ক কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করতে চাইছে। গতবছর ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে এরদোয়ান বলেছিলেন, ইউক্রেন ‘নিঃসন্দেহে’ ন্যাটোর সদস্য পদ পাওয়ার যোগ্য।