নেপালে ভূমিধসে নদীতে ভেসে গেল দুটি বাস, নিখোঁজ ৬৫

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

নেপালে ভূমিধসে নদীতে ভেসে গেছে দুটি বাস। এই ঘটনায় কমপক্ষে ৬৫ যাত্রী নিখোঁজ হয়েছেন। এছাড়াও দেশটির অন্যস্থানে ভূমিধসে কমপক্ষে আরও ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে ভূমিধসের ফলে শুক্রবার কমপক্ষে ৬৫ জন যাত্রী নিয়ে দুটি বাস নদীতে ভেসে গেছে। এছাড়া পার্বত্য এই দেশটির অন্য স্থানে ভূমিধসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বার্তাসংস্থা রযটার্স বলছে, শুক্রবার ভোরবেলা নেপালের ত্রিশূলী নদীতে ভেসে যাওয়া দুটি বাসের ৬৫ জন নিখোঁজ যাত্রীর সন্ধানে সেনাবাহিনী ও পুলিশকে নামিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ মুখপাত্র দান বাহাদুর কারকি বলেছেন, কাঠমান্ডু থেকে প্রায় ৮৬ কিলোমিটার (৫৩ মাইল) পশ্চিমে চিতওয়ান জেলায় এই ঘটনাটি ঘটেছে।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল চলমান এই দুর্যোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সরকারি সংস্থাগুলোকে কার্যকর অনুসন্ধানের পাশাপাশি উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।

  • নেপাল
  • #