কোপার ফাইনাল কাঁপালেন শাকিরা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ সকালে কোপার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। খেলা ছাড়াও ফাইনালের অন্যতম আকর্ষণ ছিল মাঝবিরতিতে কলম্বিয়ার গায়িকা শাকিরার পারফরম্যান্স।

কোপার ফাইনাল মাতালেন শাকিরাএবার কোপা আমেরিকার ফাইনালের বিরতিতে পারফর্ম করেন শাকিরা।

 

এবারও কোপার ফাইনালে মনে রাখার মতোই পারফরম্যান্স উপহার দিয়েছেন শাকিরা। দুঃখের ব্যাপার একটাই, তাঁর দেশ কলম্বিয়া ফাইনালে হরে গেছে। আজ ‘হিপস ডোন্ট লাই’, ‘ওয়াকা ওয়াকা’সহ জনপ্রিয় কয়েকটি গান গেয়ে শোনান শাকিরা।

সূত্র : রয়টার্স

  • কোপা আমেরিকা
  • শাকিরা
  • #