সিন্ডিকেট সভার নির্দেশনা অনুযায়ী বুধবার (১৭ জুলাই) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন নির্দেশনা প্রত্যাখ্যান করেছেন।
তারা জানিয়েছেন, তারা হল ছেড়ে যাবেন না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অহিদুল আলম শিক্ষার্থীদের ক্যাম্পাস বন্ধ ও হল ত্যাগের নির্দেশনা দিয়েছেন। এমন নির্দেশনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা, খালেদা জিয়া ও শামসুন নাহার হলের ছাত্রীরা হল না ছাড়ার ঘোষণা দিয়ে বিক্ষোভ শুরু করেছেন।
শামসুন নাহার হল প্রভোস্ট এবং চবি প্রক্টর অহিদুল আলমের সঙ্গে শিক্ষার্থীদের দীর্ঘ সময় কথা কাটাকাটি হয়। তারা হল না ছাড়ার সিদ্ধান্তে অটল থাকার কথা জানান।
দুপুরে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, নারী শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছেলেদের রাত সাড়ে ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে। এরপরই প্রতিবাদ জানাতে হলের সামনে জড়ো হন শত শত নারী শিক্ষার্থী।