ঢাবির কোটা আন্দোলনকারীদের একঘণ্টার আল্টিমেটাম

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আগামী একঘণ্টার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সরে যেতে আল্টিমেটাম দিয়েছেন কোটা আন্দোলনকারীরা। মঙ্গলবার (১৭ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, হল খালি করার ঘোষণা তাঁরা মেনে নেবেন না। দেশে কোনো মহাদুর্যোগ চলছে না যে হল বন্ধ করতে হবে।

তারা জানান, আন্দোলনকে স্তিমিত করার উদ্দেশ্যে হল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা হল ছাড়বেন না। সরকার দাবি মেনে নিলে তাঁরা আর রাজপথে থাকবেন না। ছাত্রসমাজ যৌক্তিক দাবির জন্য লড়ছে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়।

বুধবার (১৭ জুলাই) সকাল থেকে বিজিবি সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান নেন।

মূলত, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ বিভাগের এক খুদেবার্তায় বলা হয়, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, ফরিদপুর ও কক্সবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে।

  • আন্দোলন
  • কোটা
  • #