অবরুদ্ধ রাবি উপাচার্যকে অভিযান চালিয়ে উদ্ধার

:
প্রকাশ: ৫ মাস আগে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের ১০ জন প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রশাসনের কর্মকর্তারা। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় শিক্ষার্থীদের প্রতিনিধিরা সেখান থেকে বেরিয়ে আসেন। পরে আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের ফটক তালা দিয়ে ঘেরাও করেন। এতে উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তারা ভেতরেই আটকা পড়েন।

উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তাদের মুক্ত করতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এতে চার ঘণ্টা পর উপাচার্যকে অবমুক্ত করতে সক্ষম হয় তারা।

বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে এ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার অভিযানে পুলিশ, বিজিবি ও র‍্যাবের সদস্যরা যৌথভাবে অংশ নেন। এতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। আন্দোলনকারীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের পেছনে ও বঙ্গবন্ধু হলের দিকে অবস্থান নিয়ে কিছু ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে। তবে তাঁরা বেশিক্ষণ অবস্থান নিতে না পেরে পালিয়ে যান। এর কিছুক্ষণের মধ্যেই উপাচার্যকে প্রশাসনিক ভবন থেকে বের করে নিয়ে আসে পুলিশ।

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • #