নিহত সবুজ ছাত্রলীগের কর্মী, দাবি সংগঠনের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর ঢাকা কলেজের সামনে নিহত সবুজ আলীকে নিজেদের কর্মী বলে দাবি করেছে ছাত্রলীগ। এ ঘটনায় শোকবার্তার পাশাপাশি প্রতিবাদ জানিয়েছে এ সংগঠনটি।

সবুজ আলী ঢাকা কলেজের ১৮-১৯ সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। তিনি নর্থ হলের ২০৫ নম্বর রুমে থাকতেন। সবুজের বাবার নাম বাদশা মিয়া। তার বাড়ি নীলফামারী জেলার সদর থানা এলাকায়।

বুধবার (১৭ জুলাই) ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসী হামলায় সবুজ আলী (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা) নিহত হয়েছেন। ছাত্রলীগ পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।

একইসাথে দেশব্যাপী বিএনপি-জামায়াত-শিবিরের তাণ্ডবের বিরুদ্ধে নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতেরও দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে।

  • আন্দোলন
  • কোটা
  • #