চট্টগ্রামে সংঘর্ষে আরও নিহত ২

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুই তরুণ নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এর মধ্যে একজনের মাথায় গুলি লাগে। আরেকজন বুকে গুলিবিদ্ধ হন।

বৃহস্পতিবার বিকেলে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার।

এদিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও সাতজন। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে হাসপাতালে আসেন আরও ১০ জন।

  • চট্টগ্রাম
  • #