ভয়াবহ সহিংস হচ্ছে কোটাবিরোধী আন্দোলন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

রাজধানীর উত্তরা পূর্ব থানায়, কাজীপাড়া পুলিশ বক্সে , রামপুরা পুলিশ বক্সে, মিরপুর-১০ গোলচত্বরের পুলিশ বক্সে অগ্নিসংযোগের গঠনা ঘটেছে। এ সময় কোটাবিরোধীরা আন্দোলনকারীরা রাস্তায় বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে বিক্ষোখ করতে থাকে। দফায় দফার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলতে থাকে। ক্রমেই বড় সহিংসতা দিকে চলে যাচ্ছে এ আন্দোলন। এছাড়া এ আন্দোলনে শিক্ষার্থী বাদে অন্যান্য মানুষের অংশগ্রহণ ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগ :

রাজধানীর উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১টা ৩০ মিনিটে উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

রণক্ষেত্র কাজীপাড়া, পুলিশ বক্সে আগুন :

মিরপুর কাজীপাড়ায় কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। একপর্যায়ে পুলিশ পিছু হটলে ট্রাফিক পুলিশের বক্সে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়- মিরপুর-২, মিরপুর-১০,  কাজীপাড়া, মিরপুর-১৩ এসব এলাকা দখলে নিয়ে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়।

মিরপুর ১০ নম্বর এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা এই এলাকায় অবস্থান নেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিলে শিক্ষার্থীরা পাল্টা ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীদের উপর্যুপরি ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশ পিছু হটেন।

পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। এই মুহূর্তেই পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রামপুরা পুলিশ বক্সে আগুন

ভয়াবহ সহিংস হচ্ছে কোটাবিরোধী আন্দোলন

 

কোটা সংস্কারের দাবিতে ‘কমপ্লিট শাটডাউনের’ মধ্যে রাজধানীর মেরুল বাড্ডা, রামপুরা ও বনশ্রী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ চলছে। এ ঘটনায় শিক্ষার্থী-পুলিশসহ দুই শতাধিক আহত হয়েছেন। এ সময় রামপুরা পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

বেলা সাড়ে ১১টার পর থেকে বাংলাদেশ টেলিভিশনের ২ ও ৩ নম্বর গেটের সামনের সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

রামপুরা হাজীপাড়া বেটার লাইফ হাসপাতালের সামনে পুলিশের একটি পিকআপ ভ্যান গাড়িতে আগুন দিয়েছে কোটা আন্দোলনকারীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। ফলে গাড়িটি পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের গাড়ি যাওয়ার সময় দুপুর সোয়া ১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে আগুন দেয়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে এলেও আন্দোলনরতরা আগুন নেভাতে দেয়নি। পরে পুরো গাড়িটিই আগুনে পুড়ে যায়।

  • আন্দোলন
  • কোটা
  • #