প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা খবর, ক্ষমা চাইল ভারতীয় গণমাধ্যম

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে
ছবি : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা খবর প্রকাশ করে ক্ষমা চেয়েছে একটি ভারতীয় গণমাধ্যম। ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যভিত্তিক গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে এনই’ এ ক্ষমা চেয়েছে।

অসত্য খবর প্রকাশ করার পর বাংলাদেশের হাইকমিশন নয়াদিল্লির কাছে প্রতিবাদ জানায়। এরপর সংবাদমাধ্যমটি ক্ষমা চায়। বিভ্রান্তিকর খবর প্রকাশের ভুল স্বীকার করে সংবাদমাধ্যমটি তাদের ওয়েবসাইটে বলেছে, অনিচ্ছাকৃত ভুলের জন্য প্রতিবেশী দেশে যদি কোনো ধরনের বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়ে থাকে এজন্য আমরা ক্ষমা চাচ্ছি।

গত ২১ জুলাই ইন্ডিয়া টুডে এনই-তে ‘ঢাকায় সহিংস আন্দোলনের মধ্যে ভারতীয় শিক্ষার্থীরা পালাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে’ এমন শিরোনামে খবর প্রকাশ করে। এরপর এ নিয়ে বাংলাদেশ হাইকমিশন থেকে প্রতিবাদ জানানো হয়।

  • গণমাধ্যম
  • শেখ হাসিনা
  • #