লেবাননের বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ওই এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর ধোঁয়া দেখা যায়।
লেবাননের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, হিজবুল্লার একজন সিনিয়র কমান্ডারকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। যদিও ওই কমান্ডারের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।