কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতি ইতোমধ্যে নিয়ন্ত্রণে আসায় স্বস্তি প্রকাশ করেছে চীন। মঙ্গলবার (৩০ জুলাই) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ স্বস্তি প্রকাশ করেন। বুধবার (৩১ জুলাই) ঢাকার চীন দূতাবাস এ তথ্য জানিয়েছে।
চীনের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ পরিস্থিতি ক্রমাগত শান্ত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। সেখানকার জনজীবন ও কাজকর্ম স্বাভাবিক অবস্থায় ফিরেছে। এরমধ্যে কয়েকটি দেশ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। এ ব্যাপারে চীনের বক্তব্য কী?
জবাবে লিন জিয়ান বলেন, চীন লক্ষ্য করেছে যে, বাংলাদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সেখানে সামাজিক শৃঙ্খলা ফিরে এসেছে। এতে বাংলাদেশের বন্ধু এবং ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীন স্বস্তি পেয়েছে।