ছয় সমন্বয়ককে ছেড়ে দিল ডিবি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার একটু পরেই তাঁরা ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন।

ডিবির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) আজহার মুকুল ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছেন। আজ সকালে ছয় সমন্বয়কের পরিবার ডিবি কার্যালয়ের ভেতরে গিয়েছিলেন।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জানান, আজ ভোর ৬টার দিকে সমন্বয়কদের পরিবারকে ফোন করে তাদের নিয়ে যেতে বলা হয়। পরে দুপুরে এই ছয় সমন্বয়কের স্বজনরা রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গেলে সংস্থাটির নিজস্ব পরিবহনে স্বজনদেরসহ তাদের বাড়িতে পৌঁছে দেয়।

  • আন্দোলন
  • কোটা
  • ডিবি
  • #