চট্টগ্রামে মেয়রের বাসভবনে হামলার সময় একজনের মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসায় শনিবার (৩ আগস্ট) হামলার সময় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মো. শহিদ (৩৫) একজন মুদি দোকানী বলে জানা গেছে।

নিহত মো. শহিদ (৩৫) একজন মুদি দোকানী বলে জানা গেছে। শহরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও ওসি জাহেদুল কবির গণমাধ্যমকে জানান, মেয়রের বাসভবনে হামলার সময় অস্ত্রধারীদের গুলিতে এক পথচারীর মৃত্যু হয়েছে। ওসির দাবি পুলিশ গুলি চালায়নি।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসা ভাঙচুর করেন অজ্ঞাত ব্যক্তিরা।

  • চট্টগ্রাম
  • #