লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে গুলিবিদ্ধ হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। পিটুনিতে মৃত্যু হয়েছে ৬ জনের।
এদের তিনজনের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। তারা হলেন, মো.কাউছার, সাব্বির হোসেন ও মিরাজ হোসেন। এছাড়া মূমূর্ষ অবস্থায় ঢাকায় নেওয়ার পথে আফনান নামের আরও একজনের মৃত্যু হয়।
এদিকে সদর উপজেলা চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপুর বাসার সামনে ৩ জনের মরদেহ ও শহরের শাখারীপাড়ার মুখে ৩ জনের মরদেহ পড়ে আছে। এ ৬ জনের মরদেহ এখনো উদ্ধার করা হয়নি। পড়ে থাকা নিহতরা যুবলীগ-ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। এদের মধ্যে হারুন মেম্বার, আহমেদ শরীফ, রাসেলসহ ৬ জন। বাকি ৩ জনের নাম এখনো জানা যায়নি।
এই ৬ জনের মৃত্যুর বিষয়টি প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদকর্মীরা নিশ্চিত করেছে। উপজেলা চেয়ারম্যান টিপু ও ইউপি চেয়ারম্যান আশরাফ আন্দোলনকারীদের কড়া পাহারায় অবরুদ্ধ রয়েছেন বলে জানা যায়।
এছাড়া গোলাগুলির ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
রোববার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
আরএমও অরুপ পাল বলেন, অর্ধশতাধিক আহত রোগীকে হাসপাতাল আনা হয়েছে। এরমধ্যে তিনজনকে মৃত পেয়েছি, তারা গুলিবিদ্ধ। একজনকে ঢাকায় নেয়ার পথে মারা যায়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
অভিযোগ রয়েছে, দুপুর ১২টার দিকে শহরের মাদাম ব্রিজ এলাকায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক জেলা যুবলীগ সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু আন্দোলনকারীদেরকে গুলি করেন। দুপুর ২টার দিকে তার শহরের তমিজ মার্কেট এলাকার বাসা ঘেরাও করলে ফের ছাদ থেকে টিপু আন্দোলনকারীদেকে গুলি করেন। এতে শতাধিক আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যায়। এতে বিক্ষুদ্ধ আন্দোলনকারীরা টিপুর তমিজ মার্কেটস্থ বাসায় পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।
এছাড়া আন্দোলনকারীরা শহরের উত্তর তেমুহনীতে আ. লীগের অবস্থান কর্মসূচির চেয়ার টেবিল ভাঙচুর করে। এছাড়া লক্ষ্মীপুর প্রেসক্লাব ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিনের চৌধুরী নয়ন এমপির বাসভবনেও ভাঙচুর করে আন্দোলনকারীরা।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদারকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।