বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন এবং সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন চলাকালে কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় ঢুকে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হাইওয়ে কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার (০৪ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত কনস্টেবলের নাম মো. এরশাদ আলী।
পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে আন্দোলন চলাকালে হঠাৎ কয়েক শ দুর্বৃত্ত ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় আক্রমণ করে। এ সময় পুলিশ সদস্যরা ছাদে উঠে যায় আশ্রয় নেয়। কিন্তু কনস্টেবল এরশাদ উঠতে পারেননি। পরে দুর্বৃত্তরা এরশাদকে একা পেয়ে পিটিয়ে হত্যা করে।