খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র ও সংসদ সদস্য নিজাম উদ্দিনের বাড়িতে আগুন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

নওগাঁয় আওয়ামী লীগের কার্যালয়, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিলসহ বেশ কিছু আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অগ্নিসংযোগ ও ভাঙচুরের এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রোড টু ঢাকা কর্মসূচি ঘিরে সকাল থেকে আন্দোলনকারীরা নওগাঁ শহরের কাজীরমোড় এলাকায় অবস্থান নিয়েছিল। সেনাবাহিনী ও পুলিশের কঠোর অবস্থানের কারণে আন্দোলকারীরা সেখান থেকে সামনে যেতে পারেনি। তবে বিকাল ৩টার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সেখান থেকে সরে গেলে আন্দোলনকারীদের একটি অংশ প্রথমে শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এরপর শহরের সরিষাহাটির মোড়ে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিলের বাসায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। একই সময় শহরের পোস্ট অফিসপাড়ায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাসায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

  • নওগাঁ
  • #