পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফজলে রাব্বির সরকারি বাসভবন ভাঙচুর এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে৷ এ সময় বাধা দিতে গেলে আহত হয়েছেন আনসার বাহিনীর ৪ সদস্য।
সোমবার (৫ আগস্ট) বিকেলে বিক্ষুব্ধ জনতা লাঠি নিয়ে উপজেলা সংলগ্ন ইউএনও এর বাসভবনে ভাঙচুর এবং বাসভবনে পাশে থাকা সহকারী কমিশনারের গাড়িতে আগুন লাগিয়ে দেয়৷ ইউএনও’র বাসভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।
এ সময় দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা বিক্ষুব্ধ জনতাকে বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। আহত আনসার সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।