তেঁতুলিয়ায় ইউএনও’র বাসভবনে ভাঙচুর, এসিল্যান্ডের গাড়িতে আগুন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফজলে রাব্বির সরকারি বাসভবন ভাঙচুর এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে৷ এ সময় বাধা দিতে গেলে আহত হয়েছেন আনসার বাহিনীর ৪ সদস্য।

তেঁতুলিয়ায় ইউএনও’র বাসভবনে ভাঙচুর, এসিল্যান্ডের গাড়িতে আগুন

সোমবার (৫ আগস্ট) বিকেলে বিক্ষুব্ধ জনতা লাঠি নিয়ে উপজেলা সংলগ্ন ইউএনও এর বাসভবনে ভাঙচুর এবং বাসভবনে পাশে থাকা সহকারী কমিশনারের গাড়িতে আগুন লাগিয়ে দেয়৷ ইউএনও’র বাসভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।

এ সময় দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা বিক্ষুব্ধ জনতাকে বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। আহত আনসার সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

#