নাটোরে সংসদ সদস্যের জান্নাতি প্যালেস পুড়িয়ে দিল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এই খবরের পর বিক্ষুব্ধ জনতা নাটোরের কান্দিভিটায় বিক্ষুব্ধ জনতা সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের স্ত্রীর নামে তৈরী করা আলোচিত জান্নাতি প্যালেস ও তার ভাইয়ের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

সোমবার (৫ আগস্ট) বিকেল চারটার দিকে সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলে বিলাসবহুল বাসভবন জান্নাতি প্যালেস ও তার ছোট ভাইয়ের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। শিমুলের বাড়িতে অগ্নি সংযোগের আগেই সবাই নিরাপদে বের হয়ে আসে।

তবে তার ভাই সাগরের বাড়িতে সাগর ও তার ছেলেসহ বাড়ির কাজের লোকজন ভেতরে আটকা পড়ে। এ সময় আন্দোলনকারীরা মই দিয়ে সবাইকে নিরাপদে বের করে আনে। শিমুলের স্ত্রীর নামে করা জান্নাতি প্যালেস নামে বিলাসবহুল বাড়িটি নিয়ে দেশে বিদেশে ব্যাপকভাবে আলোচিত হন তিনি।

এছাড়া, জেলা আওয়ামী লীগের কার্যালয়, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন থানায় গেটে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক পাহারায় রয়েছে।

  • আগুন
  • নাটোর
  • #