হবিগঞ্জে সংঘর্ষে নিহত বেড়ে ৮

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে
প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে সংঘর্ষে সাংবাদিক, এসআইসহ আটজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০টায় বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়।

সংঘর্ষে নিহতরা হলেন বানিয়াচং সদরের সাগরদিঘি পূর্ব পাড়ের মোশাহিদ আখঞ্জীর ছেলে স্থানীয় লোকালয় বার্তা পত্রিকার সাংবাদিক সোহেল আখঞ্জী (৩০), উপজেলার যাত্রাপাশা মহল্লার সানু মিয়ার ছেলে হাসান মিয়া (১২), মাঝের মহল্লা গ্রামের আবদুর নূরের ছেলে আশরাফুল ইসলাম (১৭)।

এ ছাড়া পাড়াগাঁও মহল্লার শমশের মিয়ার ছেলে মোজাক্কির মিয়া (৪০), কামালহানি মহল্লার নয়ন মিয়া (১৮), যাতুকর্নপাড়া মহল্লার আবদুর রউফের ছেলে তোফাজ্জল (১৮) ও পূর্বঘর গ্রামের দলাই মিয়ার ছেলে সাদিকুর (৩০)। অন্যজন হলেন বানিয়াচং থানার এসআই সন্তোষ।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক সাতজনের মৃত্যুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

  • মৃত্যু
  • #