সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাসায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় এমপির কম্পিউটার রুম থেকে দুইজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন ছাত্রলীগ কর্মী শাহীন রেজা বলে ধারণা করা হচ্ছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়।
প্রসঙ্গত, সিরাজগঞ্জ জেলায় ১৩ পুলিশ সদস্যসহ মোট ২৪ জন নিহত হয়েছেন। রোববার বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে তেরো জন পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। তবে নিহত পুলিশ সদস্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী রেঞ্জের ডিআইজির কার্যালয়।