রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে লুটপাট, অ‌গ্নিসংযোগ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে রাজবাড়ীতে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত এ ঘটনা ঘটে।

রাজবাড়ী-১ আসনের এম‌পি কাজী কেরামত আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর বাড়ী‌ ও জুট‌মিলে ভাঙচুর, লুটপাট ও অ‌গ্নিসং‌যো‌গ করে দুর্বৃত্তরা।

এ ছাড়াও, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য, কালুখালীতে বঙ্গবন্ধুর ম্যুরাল, জেলা আওয়ামী লীগ অঙ্গসংগঠনের বি‌ভিন্ন নেতাদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠা‌ন, গণমাধ্যমকর্মীদের অ‌ফিস, ইউনিয়ন প‌রিষদ কার্যালয়, ভাঙচুর, লুটপাট চা‌লি‌য়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ।

অপর‌দিকে, বিকেল থে‌কে এখন পর্যন্ত জেলায় আইন শৃঙ্খলা রক্ষায় কোথাও কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের দেখা যায়নি।

  • রাজরাড়ী
  • #