রাজশাহী সিটি করপোরেশন ভবনে (নগর ভবন) আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। এছাড়া সিটি মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসভবনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজু মিশু বিষয়টি নিশ্চিত করেছেন।
মিশু বলেন, বিকেলে নগর ভবনে আগুন দেয়া হয়। এছাড়া মেয়রের বাসভবনেও আগুন দেয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে বলে জানান তিনি।
তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা নগর ভবনে আগুন ও ভাঙচুর চালানোর সময় কম্পিউটারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।