শেখ হাসিনা ও আমাকে একই কারণে দেশ ছাড়তে হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তিনি বলেছেন, শেখ হাসিনা ইসলামবাদীদের খুশি করার জন্য আমাকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছিলেন এবং ছাত্র আন্দোলনে সেই ইসলামপন্থিরাই আজ তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিজের এক্সে একাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, আমার মা যখন মৃত্যুশয্যায়, তখন তাকে দেখতে বাংলাদেশে প্রবেশ করার পর ইসলামপন্থিদের খুশি করার জন্য হাসিনা আমাকে আমার দেশ থেকে বের করে দিয়েছিলেন। আমাকে আর কখনও দেশে প্রবেশ করতে দেননি। ছাত্র আন্দোলনে সেই ইসলামপন্থীরাই আজ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে।
তিনি লিখেন, হাসিনার দুঃশাসনের সমাপ্তি হলো। হাসিনার মাফিয়া, হাসিনার ফ্যাসিজম আর নার্সিসিজমের যুগ শেষ হলো। এখন যে সরকারই আসুক, যেন মৌলবাদবিরোধী সরকার আসে। যেন ধর্মনিরপেক্ষ সরকার আসে। তসলিমা নাসরিন আরও লিখেছেন, সেনাবাহিনীর হাতে যেন ক্ষমতা না যায়। দেশ যেন পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ না করে। রাজনৈতিক দলের হাতে যেন ক্ষমতা থাকে। কোনও অবস্থাতেই যেন গণতন্ত্র বিসর্জন না দেওয়া হয়।
সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গে তিনি লিখেন, সারা দেশে হিন্দুদের ওপর হামলা শুরু হয়ে গেছে। হাজার হাজার ছাত্র ছাত্রী যারা আমার সোনার বাংলা, কারার ওই লৌহ কপাট ও আমার দেশের মাটি গাইল তারা কোথায়? তারা কি গণভবনের হাঁস-মুরগি-খাসি আর হাসিনার অন্তর্বাস চুরি করায় ব্যস্ত? নাকি তাদের দায়িত্ব তাদের জিহাদি ভাইদের হাত থেকে দেশের মানুষদের প্রাণ বাঁচানো?