কুমিল্লায় আ. লীগের অফিস ও কুমিল্লা ক্লাবে আগুন, টাউনহলে ভাঙচুর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

কুমিল্লায় আওয়ামী লীগের নয় তলা অফিস ও কুমিল্লা ক্লাবে আগুন দিয়েছেন দূর্বৃত্তরা। এছাড়াও কুমিল্লার ঐতিহাসিক বীর চন্দ্র গণপাঠাগারে ভাঙচুরসহ শিক্ষাবোর্ডে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীর সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে ভাঙচুর চালিয়েছে স্থানীয় লোকজন।

সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে ৩টায় নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে বিজয় মিছিল করে রামঘাট মহানগর পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় নগরীর মুন্সেফবাড়ি এলাকায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বাহাউদ্দীন বাহারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এদিকে কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গাজী গোলাম সারোয়ার শিপনসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাসায় হামলা চালানো হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা কুমিল্লা ক্লাবে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

এছাড়া ৩ আগস্ট পুলিশ লাইনসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সময় একটি বাড়িতে শিক্ষার্থীরা আশ্রয় চেয়েছিলেন। গ্রিন লিফ স্কুলের সামনের সেই বাড়িটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।

এদিকে লাকসামে বাইপাস এলাকায় উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী ব্যক্তিগত ও আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে। সেই মনোহরগঞ্জ উপজেলা নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ, আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এদিকে চান্দিনা থানায়ও অগ্নিসংযোগ করে।

  • কুমিল্লা
  • #