বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙা হচ্ছে ভবনের বিভিন্ন অংশ। মঙ্গলবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা যায়।
এর আগে সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেন বিক্ষুব্ধ জনতা। ওইদিন বিকেল ৪টার দিকে সেখানে আগুন দেন তারা। সোমবার ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়েও আগুন দেন আন্দোলনকারীরা