নির্বাচনের আগেই দেশে ফিরবেন শেখ হাসিনা : জয়

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

তীব্র আন্দোলন-বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরবেন বলে আগেই জানিয়েছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বার্তা দিয়েছেন তিনি। জয়ের দাবি, সদ্যগঠিত অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলে দেশে ফিরবেন তার মা। শুক্রবার (৯ আগস্ট) বার্তা সংস্থা পিটিয়াইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সজীব ওয়াজেদ জয় বলেন, আপাতত, তিনি (হাসিনা) ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচনের সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন।

পিটিআইকে দেয়া এই সাক্ষাৎকারে ওয়াজেদ বলেন, হ্যাঁ, এটা সত্যি যে আমি আগে বলেছিলাম যে উনি (শেখ হাসিনা) বাংলাদেশে ফিরবে না। কিন্তু সারাদেশে আমাদের নেতা এবং দলীয় কর্মীদের ওপর লাগাতার হামলার পর গত দু’দিনে অনেক কিছুই বদলে গিয়েছে।
তিনি বলেন, আমাদের জনগণকে সুরক্ষিত রাখতে যা যা করা দরকার, সেই সবকিছুই করা হবে। ওদের (দলের নেতা ও কর্মীদের) একা ছাড়ব না।’

এর আগে জয় বলেছিলেন, যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি (শেখ হাসিনা) ফিরে আসবেন। তবে ৭৬ বছর বয়সী শেখ হাসিনা বাংলাদেশে ‘অবসরপ্রাপ্ত’ নাকি ‘সক্রিয়’ রাজনীতিবিদ হিসেবে ফিরবেন সেটি স্পষ্ট করেননি তিনি।

সাক্ষাৎকারে জয় অভিযোগ করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে।

শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন জয়। একইসঙ্গে বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ভারত সরকারকে আন্তর্জাতিক সমর্থন এবং চাপ দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

  • শেখ হাসিনা
  • সজীব ওয়াজেদ জয়
  • #