অন্তবর্তী সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারকে যেকোনো উপায়ে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক।

জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র বলেন, তিনি (মহাসচিব) তার (ড. ইউনূস) সঙ্গে কথা বলেননি। তবে বাংলাদেশে নিযুক্ত আবাসিক সমন্বয়ক আজকের (বৃহস্পতিবার) শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয়, তা নিশ্চিত করতে তিনি ও কান্ট্রি টিম সক্রিয় রয়েছে। আপনারা শুনেছেন যে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় সরকার গঠনের প্রত্যাশার কথা আমরা বলে আসছি। আমরা নিশ্চিতভাবেই সেই প্রত্যাশা করে যাব।

ফারহান হক বলেন, বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে কী ধরনের অনুরোধ জানানো হয়, তা তারা দেখবেন। তিনি বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ যে ধরনের সহযোগিতা প্রয়োজন বলে মনে করবে, আমরা অবশ্যই যেকোনো উপায়ে তাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি।

  • অন্তবর্তী সরকার
  • জাতিসংঘ
  • #