বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতন হয় টানা ৪র্থ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। পদত্যাগ করে দেশ ছাড়েন দলটির সভাপতি শেখ হাসিনা। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েন দলটির নেতাকর্মীরা। বেশিরভাগই চলে গেছেন আত্মগোপনে। তবে ১৫ আগস্টের শোক দিবস ঘিরে কিছু পরিকল্পনা নিয়েছে দলটি।
ক্ষমতাহীন আওয়ামী লীগের শোক দিবসের পূর্বপরিকল্পিত কর্মসূচিও কাটসাট করা হয়েছে। শুধু মাত্র শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার মাধ্যমে নেতাকর্মীদের ঢল নামাতে চেষ্টা করবে দলটি। এজন্য গত শুক্রবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের নেতাকর্মীদের মোবাইল ফোনে এই নির্দেশনা দেন।
জানা যায়, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, গোপালগঞ্জে সমাধি সৌধে, বনানীতে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা, মিলাদ মাহফিল, গণভোজের মাধ্যমে গণজমায়েত করবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এদিকে নির্দেশনা বাস্তবায়ন করতে তৃণমূলের নেতারা শোক দিবস পালনে কর্মসূচি নিয়েছেন।