এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হয় : আ.লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সংগঠিত বা জড়ো যাই হোন, আপনারা (আওয়ামী লীগ) এমন কিছু করবেন না যে আপনাদের জীবন আবারো বিপন্ন হয়। এ দেশের মানুষ এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। অস্বীকারের উপায় নেই, বাংলাদেশের জন্য অনেক অবদান আছে দলটির। আপনারা পার্টির রিকগনাইজ করেন কিন্তু অবশ্যই রাজনৈতিক দলের মত।

সোমবার (১২ আগস্ট) সকালে আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাহলে আমরা বা পূর্বপুরুষরা যারা মুক্তিযুদ্ধ করলাম, ৩০ লাখ মানুষ মারা গেল, সেই ৩০ লাখ মানুষের উপরে দাঁড়িয়ে এই দেশকে আপনি আরেকজনের হাতে তুলে দেবেন? আমি শুধু অনুরোধ করবো, আর যাই করেন এটা অন্তত করবেন না।

  • স্বরাষ্ট্র উপদেষ্টা
  • #