নাটোরে সাবেক এমপি শিমুলের বিরুদ্ধে একাধিক মামলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মামলায় আরও অন্তত ৬০ জনকে আসামি করা হয়েছে ।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে ফরহাদ আলী দেওয়ান ও সাইফুল ইসলাম নামে দুজন নাটোর সদর থানায় মামলা দুটি করেন। নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন, শফিকুল ইসলাম শিমুল (৪৬), সাজেদুল ইসলাম সাগর (৪২), জাহিদুর রহমান জাহিদ (৪৫), জামিল হোসেন মিলন (৪২), সায়েম হোসেন উজ্জল (৪৮), খোকন মিয়াজী (৪৭), মলয় কুমার রায় (৪২), আমিনুল ইসলাম আজম (৫৮), কোয়েল (৩২), কানন (২৮), সেলিম (৩৩), সজিব (৩৫), সবুজ (৩৫), সৌমেন (৩৮), রাসু (৩২), শিহাব, স্বপন (২৪), হৃদয় (২২), আলিফ (২২), জনি (২৭), সুমন (৩৩), হৃদয় (৩৩), সুমন মৃধা (৩৩), মাহাতাব কমিশনার (৩৬), সৌমেনসহ (৩৮) অজ্ঞাত আরও অন্তত ৩৫ জন।

  • নাটোর
  • #