মালয়েশিয়ায় ২৮ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

মালয়েশিয়ার কেলানতান অভিবাসন শিল্প এলাকায় অভিযান চালিয়ে ২৮ বাংলাদেশিসহ ১১২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার (২১ আগস্ট) ভোরে কেলানতানের কোটা ভারুর কুয়ালা ক্রাইয়ের স্টাপনোল বাতু জং ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের কাছে একটি লোহার কারখানায় অভিযান চালায় রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জিআইএম) সদস্যদের একটি দল।

আটকদের মধ্যে ৭০ জন চীনা, ২৮ জন বাংলাদেশ, ১১ জন মিয়ানমার, দুজন পাকিস্তান ও একজন থাইল্যান্ডের নাগরিক রয়েছেন। আটকদের সবার বয়স ২৪ থেকে ৫০ বছরের মধ্যে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, শিল্প অঞ্চলটি পাঁচ মাসেরও বেশি সময় ধরে অবৈধ অভিবাসীদের দিয়ে কাজ করাচ্ছিল। দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এই বিদেশিদের ন্যূনতম মজুরি ১ হাজার রিঙ্গিত দেয়া হতো।

আটক বিদেশিদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর অধীনে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

#