পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন পদত্যাগ করেছে। আজ বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর এই পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে পদত্যাগের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি।
এর আগে, গত ১২ আগস্ট পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্উদ্দিন পদত্যাগ করেন। গত ১৪ আগস্ট পাবিপ্রবির প্রক্টর ড. মো. কামাল হোসেন এবং ছাত্র উপদেষ্টা নাজমুল হোসেনকে সরিয়ে অধ্যাপক ড. মাসুদ রানাকে প্রক্টর এবং অধ্যাপক ড. ইমরান হোসেনকে ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেয়া হয়।
পাঁচদিন পর সোমবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিঠির মাধ্যমে প্রক্টর পদ থেকে ড. মাসুদ রানা ও ছাত্র উপদেষ্টা থেকে ড. ইমরান হোসেন পদত্যাগ করেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১২ এপ্রিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবে যোগ দেন ড. হাফিজা খাতুন। দুই বছর পর আজ ছাড়তে হলো উপাচার্যের পদ।