প্রত্যাশিত পানির প্রবাহ না পাওয়ায় রাতে খোলার কথা থাকলেও খুলছে না কাপ্তাই বাঁধের স্পীলওয়ে গেট। রোববার (২৫ আগস্ট) সকাল ৮টায় এই গেইট খোলার কথা রয়েছে।
শনিবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের। তিনি জানান, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খোলার কথা ছিলো। তবে বৃষ্টি না হাওয়ায় হ্রদে পানির প্রবাহ কম। তাই জলকপাট খোলার সময় পরিবর্তন করা হয়েছে। প্রতিটি গেটে ৬ ইঞ্চি করে পানি ছাড়বে কর্তৃপক্ষ। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হবে বলেও জানান তিনি।
এর আগে, পানি বৃদ্ধি পাওয়ায় আজ রাত ১০টায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেয়া হবে বলে ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শও দেয়া হয়।