সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। গোলাম দস্তগীর গাজীকে গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক খুদে বার্তায় জানিয়েছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মামলায় গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করা হয়েছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন আজ রোববার সকালে বলেন, ডিবির একটি দল শান্তিনগরে এক আত্মীয়র বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করে। পর তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

  • গোলাম দস্তগীর গাজী
  • গ্রেফতার
  • সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী
  • #