৪১১৪ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা, শতাধিক কারাগারে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

সচিবালয়ের সামনে নাশকতার মামলায় শতাধিক আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া বাকিদের আদেশ পরে দেওয়া হবে। এর আগে সোমবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয় তাদের। পুলিশের কাজে বাধার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় ৪১১৪ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে।

জানা গেছে, পুলিশের কাজে বাধার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় ৪১১৪ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাদী হয়ে এ মামলাটি করেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

এর আগে রোববার রাতে শিক্ষার্থীদের ধাওয়ার মুখে সচিবালয়ের সামনে থেকে পিছু হটেন আনসার সদস্যরা। তারা পোশাক খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যান। পরে শিক্ষার্থীরা তাদের ফেলে যাওয়া পোশাকে আগুন ধরিয়ে দেন।

এদিন দুপুর ১২টার পর থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন আনসার সদস্যরা। সচিবালয়ের সবগুলো গেট অবরুদ্ধ করে রাখেন তারা। তাই সচিবালয় থেকে কেউ বের হতে কিংবা প্রবেশ করতে পারছিলেন না। সেখানে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখেন আনসার সদস্যরা।
পরে বিকেল ৩টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলে সাত সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দফতরে যান।

ঐ বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আনসার থেকে ‘রেস্ট প্রথা’ বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

এরপর আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেয় আনসার। তবে তার কিছুক্ষণ পরই আবারো আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা।

  • আনসার
  • নাশকতা
  • মামলা
  • #