বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। ভারত থেকে পঞ্চম কোনও ব্যক্তি আইসিসির প্রধান হলেন। জয় শাহের আগে ভারতের জগমোহন ডালমিয়া, শারদ পাওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার মসনদে বসেছিলেন।
অবশ্য আইসিসির দায়িত্ব নিতে অপেক্ষা করতে হবে আরও তিন মাস। আগামী ১ ডিসেম্বর জয় শাহের মেয়াদ শুরু হবে। বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে দায়িত্বে থাকবেন নভেম্বরের শেষ পর্যন্ত।
আইসিসির চেয়ারম্যান হিসেবে এক মেয়াদ বাকি থাকতেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন বার্কলে। গত ২০ আগস্ট তিনি জানান, তৃতীয় মেয়াদে তিনি চেয়ারম্যান পদে থাকতে চান না, নভেম্বরেই শেষ করতে চান। আর তার শূন্যস্থান পূরণে একমাত্র মনোনীত প্রার্থী ছিলেন জয় শাহ।
বিসিসিআইর ওয়েবসাইটে এক বিবৃতি দিয়েছেন জয় শাহ, আইসিসির পরবর্তী চেয়ারম্যানের এই মর্যাদাপূর্ণ ভূমিকাটি গ্রহণ করার জন্য আমার ওপর আস্থা রাখার কারণে আমি আইসিসির সদস্য বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আমি বিশ্বজুড়ে আমাদের খেলার মান উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবো। আমি যখন এই গুরুত্বপূর্ণ ভূমিকায় পা রাখছি, আমি আপনার উচ্চ প্রত্যাশা পূরণ করতে এবং ক্রিকেটের মতো সুন্দর খেলায় নিজেকে উৎসর্গ করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।