উল্টো পথে গাড়ি যেতে না দেয়ায় ট্রাফিক পুলিশকে মারধর

:
প্রকাশ: ৪ মাস আগে

চট্টগ্রামে উল্টো পথে গাড়ি চলতে বাধা দেয়ায় সোহরাব হোসেন নামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবলকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর খুলশী ১ নম্বর রোডে এই ঘটনা ঘটে।

আহত কনস্টেবল সোহরাবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া, অভিযুক্ত চালক রফিকুল আলমকেও গ্রেফতার করা হয়েছে।

সোহরাব জানান, উল্টো পথে গাড়ি চালিয়ে সড়কে প্রতিবন্ধকতার জন্য চালককে থামানোর সংকেত দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে চালক তাকে মারধর করেন। পরে ছাত্রদের সহযোগিতায় গাড়ি জব্দের পাশাপাশি চালককে আটক করে পুলিশ।

  • ট্রাফিক
  • পুলিশ
  • মারধর
  • #