গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন-খুলনার সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ (৩৫), গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪)। বাকি দু’জনের পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আবদুল্লাহেল বাকি বলেন, পিরোজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর বাসটি রাস্তার পাশের খাদের পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। তিনি বলেন, ইমাদ পরিবহনের বাসটি পিরোজপুর থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় উল্টো দিক থেকে আসা একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি রাস্তার পাশের খাদের পড়ে যায়। দুর্ঘটনায় বাসটি পুরো দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

  • গোপালগঞ্জ
  • #