টাঙ্গাইলে আওয়ামী লীগের সভাপতিসহ ২৩০ জনের বিরুদ্ধে মামলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামসহ ২৩০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে গুলিবিদ্ধ আহত লাল মিয়া। রোববার (১ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর থানায় এ মামলা করেছেন তিনি।

মামলার বিবরণী অনুযায়ী জানা যায়, গত ৪ আগস্ট টাঙ্গাইল জেলা শহরে মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় মিছিলটি শহরের বটতলা এলাকায় পৌঁছালে আওয়ামী সন্ত্রাসীরা মিছিলে গুলি ছোড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে মামলার বাদী লাল মিয়াও আহত হয়েছিলেন।

প্রধান আসামি ফজলুর রহমান খান ফারুক (৮৪) টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালে তিনি মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে একুশে পদক পান। অন্যদিকে ২ নাম্বার আসামি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন।

সরকার পতনের পর জেলায় দুই শিক্ষার্থী হত্যা ও আহতের ঘটনায় জেলা সদর, মির্জাপুর ও সখীপুর থানায় পৃথক তিনটি হত্যা মামলা হয়েছে। এসব মামলায় জেলার মোট ৮ জন সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মোট ২৩০ জনকে আসামি করা হয়েছে।

  • আওয়ামী লীগ
  • টাঙ্গাইল
  • মামলা
  • #