হঠাৎ উত্তপ্ত এফডিসি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) দুই দলের মধ্যে হট্টগোল নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরে এফডিসির ব্যবস্থাপক এবং সিনিয়দের মধ্যস্থতায় পরিবেশ শান্ত হয়।

বৃহস্পতিবার এফডিসির ব্যবস্থাপকের কার্যালয়ে সভা ডাকা হয়। সভা শুরুর আগেই নির্মাতা সায়মন তারিক এবং এফডিসির স্টাফ হান্নান মজুমদারের মধ্যে তর্কবিতর্ক হয়। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পরিস্থিতি শান্ত হলে সভা শুরু হয়।

সভায় অভিনেতা হেলাল খান, শাহীন সুমন, বদিউল আলম খোকন, শামসুল আলম, অভিনেতা ডিএ তায়েবসহ অনেকে উপস্থিত ছিলেন।

কিন্তু সভা চলাকালে এফডিসির প্রশাস ভবনের সামনে পুনরায় হট্টগোল শুরু হয়। ম্যানেজার নজরুল এবং নির্মাতা শ্যামের সঙ্গে তর্কবিতর্ক শুরু হলে এফডিসির পরিবেশ পুনরায় উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় এফডিসির নির্মাতা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ব্যবস্থাপকের কার্যালয়ে প্রবেশ করা নিয়ে হট্টগোলের সূচনা।

  • বিএফডিসি
  • #