কুমিল্লায় শিশু ও স্কুলছাত্রীসহ ৩ জনকে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

হোমনা উপজেলার বড় ঘাগটিয়ায় গ্রামের এক শিশু ও এক স্কুলছাত্রীসহ তিন জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনজনকে শ্বাসরোধে হত্যা করে হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন হোমনা ওসি মো. জয়নাল আবেদীন। তাদের মাথাতেও আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা ও উপজেলার দুলালপুর বাজারের ব্যবসায়ী মো. রেজাউল করিমের মেয়ে দুলালপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তিশামণি, রেজাউল করিমের মামাতো ভাইয়ের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫) ও তার একমাত্র ছেলে সাহাবুদ্দিন (৯)। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার মধ্যে এ ঘটনা ঘটে।

হোমনা ওসি মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। খুনের রহস্য সম্পূর্ণ উদঘাটনে চেষ্টা চলছে।

  • কুমিল্লা
  • শিশু
  • স্কুলছাত্রী
  • হত্যা
  • #