ঝালকাঠিতে শত্রুতার জের ধরে যুবলীগ নেতা সাঈদুর রহমান স্বপনকে (৫৪) কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলার সদর উপজেলার শেখেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাঈদুর রহমান স্বপন শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে যুবলীগ নেতা স্বপন লঞ্চঘাট এলাকার বাজারে আসলে এর কিছুক্ষণ পরে দুইজন দূর্বৃত্ত তাকে ঘিরে ধরে কিছু বুঝে ওঠার আগেই স্বপনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে স্বপন মাটিতে লুটিয়ে পড়ে। এর পরেও দূর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
এলোপাতাড়ি কোপে স্বপনের হাত পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা শেখের হাট পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, স্বপনের নামে জেলাসদরসহ পাশের থানাগুলোতে হত্যা, চাঁদাবাজি, জমিদখলসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিও ছিলেন। কিছুদিন পূর্বে স্বপন জামিনে মুক্ত হন। তিনি যুবলীগের রাজনীতিতে জড়িত থাকলেও দলের কোনো গুরুত্বপূর্ণ পদে ছিলেন না। এ ঘটনায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঝালকাঠি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। স্বপনকে কি কারণে হত্যা করা হয়েছে এ ব্যাপরে আমরা খোঁজ খবর নিচ্ছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।