সুনামগঞ্জের দিরাইয়ে রায়বাঙ্গালী আলিয়া মাদরাসার তহবিলের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) উপজেলার রায় বাঙ্গালী গ্রামে মাদরাসার পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল মালিকের পক্ষের লোকজনের সঙ্গে ইউপি সদস্য মনু মিয়ার লোকজনের সংঘর্ষ ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের দিরাই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রায়বাঙ্গালী গ্রামের আব্দুল মালিকের কাছে আলিয়া মাদরাসার তহবিলের জমা রাখা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের ইউপি সদস্য মনু মিয়ার লোকজনের সঙ্গে বিরোধ দেখা দেয়। এ নিয়ে শনিবার দুপুরে মাদরাসার হল রুমে বৈঠকে বসেন এলাকাবাসী। বৈঠকের এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ ১২ জন গুলিবিদ্ধ হন। এ সময় আহত হন আরও ৩৮ জন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রায়হান উদ্দিন বলেন, গুলিবিদ্ধসহ গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দীন চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।