সমন্বয়কদের অভ্যন্তরীণ কোন্দলে হাসনাত-সারজিসের সভা পণ্ড

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে মতবিনিময় সভায় যোগ দিতে নরসিংদী পৌঁছালেও অনুষ্ঠানস্থলে যেতে পারেননি কোটা বৈষম্য আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। নরসিংদীর সমন্বয়কদের ২ গ্রুপের কোন্দলে সমাবেশ না করেই নরসিংদী ত্যাগ করেছেন সমন্বয়ক সার্জিস। বিকেল ৫টার দিকে সমাবেশটি স্থগিত ঘোষণা করে আয়োজকরা। এদিকে খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে সোমবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মতবিনিময় সভা করার কথা। কিন্তু বিশৃঙ্খলা ও হট্টগোলের কারণে তা অনুষ্ঠিত হতে পারেনি।

এর আগে, সোমবার বিকেল ৩ টায় পৌর শহরের সাটিরপাড়া এলাকায় মতবিনিময় সভার আয়োজন করে নরসিংদীর সমন্বয়কদের একাংশ। সেই সভায় যোগ দিতে দুপুরের আগেই ঢাকা থেকে নরসিংদী পৌঁছায় সার্জিস আলমসহ ১০ সদস্যের একটি টিম।

এরপর নরসিংদী ক্লাবে অবস্থান করে জেলার সমন্বয়কদের নিয়ে অভ্যন্তরীন মিটিং শুরু করেন৷ সেখানে জেলার আরেকপক্ষের সমন্বয়ক সমাবেশটি সাটিরপাড়ার পরিবর্তে নরসিংদী সরকারি কলেজ মাঠে করার দাবি করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। কোথায় সমাবেশ হবে বিকেল অব্দি এ নিয়ে চলে তর্ক বিতর্ক।

সবশেষ, কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে বিকেলে ৫টার দিকে সমাবেশে যোগ না দিয়েই নরসিংদী ক্লাব থেকে নরসিংদী ত্যাগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সাটিরপাড়া সমাবেশস্থলে জেলার বিভিন্ন স্থান আগত শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করেছেন ঘটনাটি ঘিরে।

এ বিষয়ে নরসিংদীতে এই সভা আয়োজনের সমন্বয়ক শাফায়াত জামিল মাহিরকে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে সমন্বয়কদের একাধিক সূত্র জানিয়েছে, নরসিংদীর দুই গ্রুপ একত্রিত হতে পারলে অতিদ্রুতই আবার নরসিংদীতে আসবেন সার্জিস আলম৷

খাগড়াছড়িতে হাসনাতের সভায় হট্টগোল

খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে সোমবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মতবিনিময় সভা করার কথা। কিন্তু বিশৃঙ্খলা ও হট্টগোলের কারণে তা অনুষ্ঠিত হতে পারেনি।

কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিকের মতবিনিময় সভা করার কথা ছিল আজ।

সমন্বয়কদের একজন (মাসুদুর রহমান) বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ছাত্রবেশে আসা ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করেছেন। সেখানে হট্টগোল, চিৎকার এখনও অব্যাহত আছে।

এছাড়া গতকালও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যানারে সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে মতবিনিময় সভা করেন হাসনাত আব্দুল্লাহ। সেখানেও সমন্বয়কদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা নিয়ে হট্টগোল ও হাতাহাতি হয়েছে।

 

  • নরসিংদী
  • #